আমিরাত-ওমানকে ‘ট্যাক্স হ্যাভেন’ নিষিদ্ধ তালিকায় রাখতে পারে ইইউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নতুন দশটি দেশকে ট্যাক্স হ্যাভেন নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত করতে খসড়া প্রস্তাব তৈরি করেছে। এই তালিকায় রয়েছে মধ্যপ্রাচ্যের দুই দেশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে।

2015_10_15-Obaid-Humaid-Al-Tayer

যেসব দেশ ইইউ’র মান অনুসারে নিজেদের কর আইন পরিবর্তন করতে সামঞ্জস্য করতে প্রতিশ্রুতি দেয়নি এবং সহযোগিতা করছে না সেই দেশগুলোকে নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্তি করার সিদ্ধান্ত নেওয়ার এক বছর এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বুধবার ইইউ দূতদের এক বৈঠকে এই তালিকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। পরে ১২ মার্চ ইইউ অর্থমন্ত্রীদের বৈঠকে তালিকাটি চূড়ান্ত করা হবে।

ইইউ’র বর্তমান তালিকায় সামোয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও তিনটি মার্কিন অঞ্চল আমেরিকান সামোয়া, গুয়াম ও ইউএস ভার্জিন আইল্যান্ডস রয়েছে।

নতুন খসড়া তালিকায় আরও দশটি দেশকে যুক্ত করা হয়েছে। ওমান ও আমিরাত ছাড়াও তালিকায় রয়েছে ব্রিটিশ অঞ্চল বারমুডা, ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ।

ইইউ কর্মকর্তারা জানিয়েছেন, বারমুডা ও আরব আমিরাতকে তালিকায় রাখার বিষয়টি এখনও বিবেচনা করা হচ্ছে।