স্পেনে করোনায় মৃত্যু ১০ হাজার ছাড়ালো, আক্রান্ত লক্ষাধিক

স্পেনে টানা ষষ্ঠ দিনের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৮ শতাধিক। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯৫০ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত স্পেনে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১০ হাজার ২৩৮ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে দশ হাজার তিন জনের।

spain
গত ২৪ ঘণ্টায় ৯৫০ জনের মৃত্যু হওয়ায় একদিনে স্পেনে মৃত্যুর নতুন রেকর্ড হলো। এই সময়ে নতুন করে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ৮ হাজার ১০২ জন।
বুধবার স্পেনে মৃত্যু হয়েছিল ৮৬৪ জনের। তাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ৭ হাজার ৭১৯ জনের।
বৃহস্পতিবার পর্যন্ত দশটিতে ৫৪ হাজার ১১৩ জন আক্রান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২৬ হাজার ৭৪৩ জন সুস্থ হয়েছেন ও তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সূত্র: এল পাইস