সেইন নদীর তীরে মদ্যপান নিষিদ্ধ করলো প্যারিস

প্যারিসের সেইন্ট-মার্টিন খাল ও সেইন নদীর তীরে মদ্যপান নিষিদ্ধ করা হয়েছে। আট সপ্তাহের লকডাউন শিথিল করা উদযাপন করতে অসংখ্য মানুষ জড়ো হলে পুলিশ জোর করে তাদেরকে সরিয়ে দেয়। এরপরই প্যারিস কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা জারি করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

5472

প্রায় দুই মাস বারান্দা, উঠান ও বাগানে আটকে পড়া প্যারিসবাসী সোমবার সন্ধ্যায় উদযাপন করতে বের হন। সেইন্ট-মার্টিন খাল ও সেইন নদীর তীরে মাস্কবিহীন মানুষের জড়ো হওয়ার ছবি দ্রুতই অনলাইনে ছড়িয়ে পড়ে।

ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে প্যারিস পুলিশ এই সেইন নদী ও সেইন্ট-মার্টিন খালের তীরে মদ্যপানে নিষেধাজ্ঞা জারি করে। এক বিবৃতিতে বলা হয়, লকডাউন প্রত্যাহারের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অসংখ্য মানুষ জড়ো হন, তারা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলছিলেন না। ফলে এই নিষেধাজ্ঞা জারি করা হলো।

প্যারিসবাসীদের এমন আচরণের সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্টানার। তিনি বলেছেন, লকডাউন প্রত্যাহারের সাফল্য নির্ভর করছে সবার বিচক্ষণতা ও নাগরিকোচিত মনোভাবের ওপর।

একই দিন স্বাস্থ্যমন্ত্রী প্যারিসের পার্ক ও বাগান পুনরায় চালু করা আটকে দিয়েছেন।