মরিয়া ক্যাম্পে অগ্নিকাণ্ড: ৪০০ শিশুকে আশ্রয় দেবে ইউরোপ

গ্রিসের লেসবস দ্বীপের মরিয়া ক্যাম্পে অগ্নিকাণ্ডের পর অভিভাবকহীন ৪০০ অভিবাসী শিশুকে আশ্রয় দিতে রাজি হয়েছে ১০ টি ইউরোপীয় দেশ। শুক্রবার জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট শিহোফার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

_114329306_718af69f-4099-4228-a948-0d82b672582c

লেসবস দ্বীপে অভিবাসী ক্যাম্পে অগ্নিকাণ্ডের পর খোলা আকাশে নিচে বাস করছেন প্রায় ১৩ হাজার মানুষ। বুধবারের অগ্নিকাণ্ডের পর কর্তৃপক্ষ তাদের আবাসনের ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছে। অনেকেই তাদের পরিবার নিয়ে রাস্তায় ও খোলা মাঠে রাত যাপন করছেন।

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ৪০০ শিশুর বেশিরভাগকে আশ্রয় দেবে জার্মানি ও ফ্রান্স। এর মধ্যে ফ্রান্স ১০০ ও জার্মানি ১৫০ শিশুকে আশ্রয় দেবে। নেদারল্যান্ডস ৫০ ও ফিনল্যান্ড ১১ শিশুকে আশ্রয় দিতে রাজি হয়েছে। অন্যান্য দেশের সঙ্গেও আলোচনা চলছে।

জার্মানির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আরও যেসব দেশ শিশুদের আশ্রয় দিতে পারে সেগুলোর মধ্যে রয়েছে সুইজারল্যান্ড, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, লুক্সেমবার্গ ও পর্তুগাল।

25C8y9_0WvOGR5P00

মরিয়া ক্যাম্পের পাশে দ্বীপের স্থানীয় বাসিন্দারা ত্রাণ বিতরণ ও নতুন তাঁবু বসানোর বিরোধিতায় সড়ক অবরোধ করেছেন। তবে গ্রিসের সেনাবাহিনী হেলিকপ্টার ব্যবহার করে ঘটনাস্থলে পৌঁছে নতুন তাঁবু স্থাপন শুরু করেছে।

মরিয়া ক্যাম্প মূলত ৩ হাজার অভিবাসীর জন্য গড়ে তোলা হয়েছিল। এখানে প্রায় ৭০ দেশের অভিবাসীকে রাখা হচ্ছে। এদের বেশিরভাগ আফগানিস্তান থেকে আসা।