ফ্রান্সে শিক্ষক হত্যায় ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ফ্রান্সে গলা কেটে শিক্ষক হত্যার ঘটনায় সাত জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বুধবার প্রসিকিউটররা জানিয়েছেন, শুক্রবারের ওই হামলায় হত্যাকারী ও ছয় সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। হত্যাকারী আব্দুল্লাখ আঞ্জোরভ ঘটনার পরপরই পুলিশের গুলিতে নিহত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

_115030966_gettyimages-1281509019-1

শুক্রবার শিক্ষার্থীদের সঙ্গে মুহাম্মদ (স.) বিতর্কিত একটি কার্টুন নিয়ে আলোচনা করা ইতিহাস বিষয়ের ওই শিক্ষককে ফ্রান্সের রাস্তায় গলা কেটে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় দেশটিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ এই ঘটনাকে ‘ইসলামি সন্ত্রাসবাদ’ হিসেবে উল্লেখ করেছেন।

বিবিসি’র খবরে বলা হয়েছে, নিহত শিক্ষকের দুই শিক্ষার্থী ও এক শিক্ষার্থীর অভিভাবকসহ সাতজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজনের সঙ্গে হত্যাকারীর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।

অপর সন্দেহভাজনদের মধ্যে দুই শিক্ষার্থীরা ছাড়া বাকিদের বয়স ১৪ ও ১৫ বছরের মধ্যে। তারা পুলিশের কাস্টডিতে রয়েছে।

বুধবার সন্ধ্যায় ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ প্যাটিকে নীরব নায়ক ও গণতন্ত্রের মুখ হিসেবে আখ্যায়িত করেছেন। ওই দিনই তাকে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করা হয়।