বাংলাদেশের আনন্দালয় জিতলো ওবেল পুরস্কার

বাংলাদেশে দিনাজপুরে জার্মান স্থপতি আনা হেরিংগারের ‘আনন্দালয়’ প্রকল্প খ্যাতনামা ওবেল পুরস্কার ২০২০ জিতেছে। প্রতিবছর ভবন ও স্থাপত্য শিল্পে এই আন্তর্জাতিক পুরস্কার প্রদান করা হয়ে থাকে। বুধবার ওয়ালপেপার ডট কম এখবর জানিয়েছে।

unnamed-1603343299629

আনন্দালয় প্রতিবন্ধীদের জন্য একটি কমিউনিটি থেরাপি কেন্দ্র। এই ভবনে স্থানীয় নারীদের জন্য টেক্সটাইল উৎপাদনের একটি কারখানাও রয়েছে।

ভবনটি মাটি ও বাঁশ দিয়ে তৈরি। এটি স্থানীয় প্রাচীন ভবন তৈরির কৌশল ব্যবহার করে তৈরি করা হয়েছে।

আনা হেরিংগার

জুরি বোর্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, আনন্দালয় ভবন শুধু মৌলিক ও নির্দিষ্ট মানব প্রয়োজনের সমাধান নয়, এটি টেকসই, সামজিক ও স্থাপত্য নকশার কঠিনতর চ্যালেঞ্জের বহুমাত্রিক সমাধান।

বাংলাদেশে জীবনের কিছু সময় অতিবাহিত করা হেরিংগার বলেন, মূল অনুপ্রেরণা হলো স্থাপত্য শিল্পকে জীবনের উন্নতির জন্য কাজে লাগানো।

1

আনা হেরিংগার জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিকবিষয়ক সংস্থা ইউনেস্কোর আর্থেন আর্কিটেকচার, বিল্ডিং কালচার্স ও সাসটেইনেবল ডেভেলপমেন্ট কমিটির প্রধান। ভবন নির্মাণে তিনি মূলত প্রাকৃতিক ও সহজলভ্য উপাদান ব্যবহার করেন।