সুস্থ হলেও শরীরে থাকতে পারে করোনা!

সুস্থ হওয়ার পরও কোভিড-১৯ আক্রান্ত কিছু রোগী শরীরে করোনাভাইরাস বহন করতে পারেন বলে এক নতুন গবেষণায় উঠে এসেছে। ওই গবেষণায় সুপারিশ করা হয়েছে, সুস্থ হওয়ার পর কোয়ারেন্টিন ছাড়লেও অন্যদের খুব কাছাকাছি যাওয়া এড়িয়ে চলতে, মাস্ক পরতে এবং ভাইরাসমুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা করার জন্য।

covid-19-patient

গবেষণাটি ১৩১ জন করোনা রোগীদের ওপর পরিচালিত হয়েছে। যারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুসারে কোয়ারেন্টিন মুক্ত হয়েছেন। গবেষণায় দেখে গেছে, তাদের মধ্যে ১৭ শতাংশ পূর্ণ সুস্থ রোগী ফলো-আপ পরীক্ষায় করোনা পজিটিভ বলে শনাক্ত হয়েছেন।

গবেষণায় ১৩১ জনের মধ্যে ২২ জনের দেহে আবারও করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তবে বয়স ও লিঙ্গভেদে করোনা নেগেটিভ ও পজিটিভ হওয়ার মধ্যে কোনও পার্থক্য নেই।

গবেষণা দলের যৌথ নেতৃত্বে ছিলেন ইতালির ফন্ডাজিওন পলিক্লিনিকো ইউনিভার্সিটির ফ্রান্সেসকো ল্যান্ডি বলেন, আমাদের অনুসন্ধানে দেখা গেছে সুস্থ হওয়া রোগীদের মধ্যে উল্লেখ্যযোগ্য সংখ্যক উপসর্গহীন হলেও ভাইরাস বহন করছেন।

এতে দেখা গেছে, যেসব রোগীর গলা শুকিয়ে যাওয়া, নাক দিয়ে পানি পড়ার মতো লক্ষণ রয়েছে তাদের নতুন পরীক্ষায় পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি।