বেলারুশে নিবন্ধন পেলো রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি

বেলারুশের স্বাস্থ্য মন্ত্রণালয় রাশিয়ার উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন স্পুটনিক ভি-কে নিবন্ধন দিয়েছে। এর ফলে রাশিয়ার বাইরে প্রথম কোনও দেশ এই ভ্যাকসিনকে নিবন্ধন দিলো। সোমবার রুশ বিনিয়োগ তহবিল রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এখবর জানা গেছে।

BB1c6fIk

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশে ১ অক্টোবর থেকে স্পুটনিক ভি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়। এরই মধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালের চূড়ান্ত পর্বের তথ্য-উপাত্ত সংগ্রহ ও পর্যালোচনা করা হয়েছে।

রাশিয়াতে স্পুটনিক ভি ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। শুক্রবার স্টার সিটির মহাকাশচারী ও কর্মীদের এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। এদিন স্পুটনিক ভি ভ্যাকসিন নেওয়া প্রথম দুই ব্যক্তি হলেন মহাকাশচারী নিকোলাই চুব ও ওলেগ আর্তেমেয়েভ।  

স্থানীয় একটি ক্লিনিকের প্রধান ওলগা মিনিনা জানান, মহাকাশচারীরা ভ্যাকসিন নেওয়ার জন্য স্বেচ্ছায় রাজি হয়েছেন।

এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, এখনও তার ভ্যাকসিন নেওয়ার তারিখ চূড়ান্ত হয়নি। যখন সম্ভব হবে তিনি তা নেবেন।

মস্কোর চিকিৎসাকর্মী ও অন্যান্য ফ্রন্টলাইন কর্মীদের এই মাসের শুরুতে ভ্যাকসিন প্রয়োগ শুরু করে রাশিয়া। এখন পর্যন্ত ২ লক্ষাধিক মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।