পাল্টা পদক্ষেপে রুশ কূটনীতিক বহিষ্কার করলো জার্মানি, পোল্যান্ড এবং সুইডেন

নিজ নিজ দেশের রুশ দূতাবাসের একজন করে কূটনীতিককে বহিষ্কার করেছে জার্মানি, পোল্যান্ড ও সুইডেন। গত সপ্তাহে এসব দেশের কূটনীতিক বহিষ্কার করে মস্কো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির পক্ষে বিক্ষোভে অংশ নেওয়ার দায়ে গত সপ্তাহে তিন ইউরোপীয় দেশের কূটনীতিককে বহিষ্কার করে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই কূটনীতিকরা গত ২৩ জানুয়ারি নাভালনির পক্ষে অনুষ্ঠিত ‘অবৈধ বিক্ষোভে অংশ নিয়েছেন।’

সোমবার জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কূটনীতিক বহিষ্কারকে কোনওভাবেই ন্যায্যতা দিতে পারে না মস্কো। ওই বিবৃতিতে বলা হয়, জার্মান কূটনীতিক কেবলমাত্র ঘটনাস্থলের খবরাখবর সংগ্রহ করতেই সেখানে উপস্থিত ছিলেন।

পোল্যান্ডের পররাষ্ট্র দফতরের এক টুইট বার্তাতে জানানো হয়েছে, দেশটির পোজন্যান শহরের রুশ দূতাবাসের এক কূটনীতিককে দেশ ছেড়ে যেতে বলা হয়েছে। সুইডেনও মস্কোকে এক রুশ কূটনীতিককে ফিরিয়ে নিতে নির্দেশ দিয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র দফতরের এক প্রতিক্রিয়ায় বলা হয়েছে ইউরোপীয় দেশগুলোর কূটনীতিক বহিষ্কারের সিদ্ধান্ত অন্যায় এবং বন্ধুত্বপূর্ণ আচরণ নয়।