ইউক্রেন সীমান্তে রাশিয়ার কর্মকাণ্ডে উদ্বেগ ইউরোপীয় ইউনিয়নের

ইউক্রেনের উত্তর ও পূর্বাঞ্চলীয় সীমান্তে রাশিয়ার সামরিক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রবিবার ইইউ-এর বৈদেশিক নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল ব্লকটির এমন উদ্বেগের কথা জানান।

রাশিয়ার উসকানি সত্ত্বেও ইউক্রেনের প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থন অব্যাহত রাখারও অঙ্গীকার করেন জোসেফ বোরেল। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলাবার সঙ্গে ফোনালাপের পর টুইটারে দেওয়া এক পোস্টে এমন অঙ্গীকারের কথা জানান তিনি।

ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতিও ইইউ জোটের সমর্থন পুনর্ব্যক্ত করেন জোসেফ বোরেল। তিনি জানান, এ মাসের শেষদিকে ইইউ-এর ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার করেছেন।

২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে দেশটির ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় রাশিয়া। সেই থেকে দুই দেশের সম্পর্কে উত্তেজনা, অস্থিরতা বিরাজ করছে। এর মধ্যে সম্প্রতি সম্প্রতি ইউক্রেনের উত্তর ও পূর্বাঞ্চলীয় সীমান্তে হাজার হাজার সেনাসদস্য জড়ো করে মস্কো। সীমান্তে এমন সেনা সমাবেশের ঘটনায় উদ্বেগ জানায় কিয়েভ।

রাশিয়ার পক্ষ থেকেও সীমান্তে সেনা সমাবেশের বিষয়টি অস্বীকার করা হয়নি। তবে ক্রেমলিনের দাবি, তারা কারও জন্য হুমকি তৈরি করছে না। সূত্র: দ্য গার্ডিয়ান।