১৫ বছর অনুপস্থিত থেকেও বেতন নিয়েছেন হাসপাতাল কর্মী!

অল্প কয়েক দিন অনুপস্থিত থাকলে বেশিরভাগ কর্মীই যেখানে বেতন কাটার মুখে পড়েন সেখানে ইতালির এক হাসাতালকর্মী অবিশ্বাস্য কিছু করতে সক্ষম হয়েছেন। ১৫ বছর ধরে অনুপস্থিত থেকে নিয়মিত বেতন পেয়েছেন তিনি। ইতালির সংবাদমাধ্যম তাকে ‘অনুপস্থিতির রাজা’ আখ্যা দিয়েছে। তবে কাতানজারো শহরের পাগলেসি সিয়াসিয়ো হাসপাতালের ওই কর্মী এবার অর্থ আত্মসাতের অপরাধের অভিযোগের মুখোমুখি হচ্ছেন।

স্থানীয় সংবাদমাধ্যম লা স্টাম্পার এক অনুসন্ধানের জেরে হাসপাতালটির সাত কর্মীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছেন বিভিন্ন কর্মী, কর্মকর্তা এবং ব্যবস্থাপকেরাও। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি এবং চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইকোনোমিক-ফিনান্সিয়াল পুলিশ ইউনিটের অনুসন্ধানে ১৫ বছর ধরে অনুপস্থিত থাকা কর্মীকে চিহ্নিত করা গেছে। সালভাতোর সুমাস নামের এই কর্মী ২০০৫ সালে চাকরিতে যোগ দেয়। সেসময় তাকে ফায়ার ইমার্জেন্সি অপারেশন সেন্টারে নিয়োগ দেওয়া হয়। পুলিশি অনুসন্ধানে দেখা গেছে, কাজে অনুপস্থিত থেকেও এই কর্মী মোট ৫ লাখ ৩৮ হাজার ইউরো তুলে নিয়েছে।

২০০৫ সালে ওই ব্যক্তির অনুপস্থিতি নিয়ে হাসপাতালের পরিচালক শৃঙ্খলাভঙ্গের ব্যবস্থা নিতে চাইলেও তাকে হুমকি দেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই পরিচালক অবসরে চলে গেলেও ওই কর্মী অনুপস্থিত থাকা চালিয়ে যেতে থাকে। কিন্তু পরবর্তী পরিচালক কিংবা মানবসম্পদ বিভাগের কেউ তার হাজিরা নিয়ে আর কোনও প্রশ্ন তোলেনি।