ফাইজারের সঙ্গে বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন চুক্তি করবে ইইউ

ইউরোপীয় কমিশন জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে মার্কিন কোম্পানি ফাইজারের সঙ্গে ১৮০ কোটি ডোজ করোনা ভ্যাকসিন কেনার চুক্তি স্বাক্ষর হবে। যা এখন পর্যন্ত বিশ্বের বৃহত্তম চুক্তি। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

বেলজিয়ামে ফাইজারের ভ্যাকসিন কারখানা পরিদর্শনের সময় ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডের লিয়েন জানান, জার্মান কোম্পানি বায়োএনটেকের সঙ্গে অংশীদারিত্বে উদ্ভাবিত ভ্যাকসিনের ডোজ গুলো ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে সরবরাহ করা হবে।

চুক্তিতে যে পরিমাণ ডোজের কথা উল্লেখ করা হয়েছে তা আগামী দুই বছরের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ৪৫ কোটি মানুষকে টিকা দেওয়ার জন্য যথেষ্ট হবে।

ফাইজার-বায়োএনটেকের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এটি তৃতীয় ক্রয়চুক্তি। আগের দুটি চুক্তির আওতায় এই বছরেই ৬০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করতে সম্মত হয়েছে কোম্পানি দুটি। জুলাই মাসের মধ্যে ইইউ'র প্রাপ্ত বয়স্কদের ৭০ শতাংশকে টিকা দেওয়ার লক্ষ্য মাত্রা নির্ধারণ করেছে ব্লকটি।

সরবরাহ ঘাটতি নিয়ে অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তি বাতিলের বিষয়টি যখন ইইউ বিবেচনা করছে তখন ফাইজারের সঙ্গে এমন চুক্তি করা হলো। শুক্রবার সিদ্ধান্ত নেওয়া হবে অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে ব্লকটি আইনি পদক্ষেপ গ্রহণ করবে কিনা।

এক ইইউ কর্মকর্তা জানান, নীতিগতভাবে সরবরাহ চুক্তি নিয়ে উভয়পক্ষের সমঝোতা হয়েছে। তবে চূড়ান্ত শর্ত নির্ধারণে কয়েক দিন প্রয়োজন।
ইইউ প্রধান বলেন, আগামী কয়েক দিনে এটি চূড়ান্ত হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় ডোজ নিশ্চিত হবে এই চুক্তির মাধ্যমে।

চাহিদা বাড়ায় যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের কারখানায় উৎপাদন বাড়িয়েছে ফাইজার। মে মাসে ১০ কোটির বেশি ডোজ উৎপাদনের সক্ষমতা অর্জন করবে কারখানা দুটি।