প্রধানমন্ত্রীর নাশতার বিল তদন্ত করবে ফিনল্যান্ড পুলিশ

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনের সকালের নাশতার বিল খতিয়ে দেখতে তদন্তের ঘোষণা দিয়েছে দেশটির পুলিশ। শুক্রবার ফিনল্যান্ড পুলিশ এই ঘোষণা দেয়। অভিযোগ উঠেছে, প্রধানমন্ত্রী জনগণের করের টাকা থেকে অবৈধভাবে নিজের নাশতার জন্য ভর্তুকি নিচ্ছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মঙ্গলবার স্থানীয় একটি ট্যাবলয়েডের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী সানা মারিন সরকারি বাসভবনে থাকলেও নিজেদের পরিবারের সকালের নাশতার জন্য প্রতিমাসে ৩৬৫ ডলার করে বিল নিচ্ছেন।

দেশটির বিরোধী রাজনীতিকরা প্রধানমন্ত্রীকে মুখে ডিম নিয়ে বামপন্থী হিসেবে অভিযুক্ত করেছেন। ৩৫ বছর বয়সী প্রধানমন্ত্রী বলেছেন, আগের প্রধানমন্ত্রীরাও এমনটি করে গেছেন।

টুইটারে সানা মারিন লিখেছেন, প্রধানমন্ত্রী হিসেবে আমি এই সুবিধা চাইনি কিংবা এ বিষয়ে সিদ্ধান্তে আমি জড়িত ছিলাম না।

ট্যাবলয়েডের প্রতিবেদনে আইন বিশেষজ্ঞরা ইঙ্গিত দিয়েছেন, প্রধানমন্ত্রীর সকালের নাশতার ব্যয় জনগণের করের টাকা থেকে দেওয়ার বিষয়টি ফিনল্যান্ডের আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

ঘটনাটি তদন্তের অনুরোধ পাওয়ার পর পুলিশ শুক্রবার প্রাক-বিচার তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে পুলিশ জানায়, কিছু খাবারের জন্য প্রধানমন্ত্রীকে অর্থ দেওয়া হয়েছে। কিন্তু মন্ত্রীদের পারিশ্রমিক আইন অনুসারে এটি বিধিসম্মত না। এই তদন্তে প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তাদের সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি খতিয়ে দেখা হবে। কোনোভাবেই প্রধানমন্ত্রী বা তার সরকারি কর্মকাণ্ডের সঙ্গে জড়ানো হবে না বিষয়টি।

পুলিশের তদন্ত করার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী।