মুক্তি পেলো ইতালির কুখ্যাত মাফিয়া বস জিওভান্নি

ইতালির কুখ্যাত কোসা নোস্ট্রা মাফিয়া বস জিওভান্নি ব্রুসকা জেল থেকে ছাড়া পেয়েছে। ২৫ বছর কারাভোগের পর সোমবার রোমের রেবিব্বিয়া কারাগার থেকে সে মুক্তি পায়। তার অনেক অপরাধের মধ্যে রয়েছে এক প্রসিকিউটরকে হত্যা ও এসিডে এক কিশোরের দেহ বিলীন করা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

১৯৯৬ সালে তাকে গ্রেফতার করা হয়। মাফিয়াদের উৎখাতে জীবন উৎসর্গ করা একটি ইতালীয় ম্যাজিস্ট্রেটকে হত্যা করতে বোমা হামলার পর তাকে গ্রেফতার করা হয়েছিল। ওই হামলায় ম্যাজিস্ট্রেট ও তার স্ত্রী এবং তিন পুলিশ সদস্য নিহত হন।

ব্রুসকা শতাধিক হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছে। কিন্তু রাজসাক্ষী হওয়ার পর সে কোসা নোস্ট্রার বিরুদ্ধে অভিযানে তথ্য দিয়ে প্রসিকিউটরদের সহযোগিতা করে।

১৯৮০ ও ১৯৯০ দশকে কোসা নোস্ট্রার ভয়াবহ কয়েকটি হামলা সম্পর্কে ব্রুসকা তথ্য দেয়। এছাড়া বোমা হামলা থামাতে ইতালির কর্মকর্তা ও মাফিয়াদের মধ্যে তথাকথিত আলোচনা নিয়েও বিচারে সাক্ষ্য দেয়।

সোমবার মুক্তি পাওয়ার আগেই বেশ কয়েকটি সাময়িক সময়ের জন্য কারাগার ত্যাগ করে ব্রুসকা। এখন চার বছরের জন্য প্যারোলে মুক্তি পেয়েছে।

ব্রুসকার মুক্তিতে তার হত্যাকাণ্ডের শিকার পরিবার ও তাদের আত্মীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।