গ্রিসে দাবানলে হুমকিতে অলিম্পিকের জন্মস্থান

গ্রিসে তীব্র দাবানলের কারণে ঝুঁকিতে পড়েছে আধুনিক অলিম্পিকের জনস্থান। তাপদাহে সৃষ্ট দাবানলের কারণে  প্রত্নতাত্ত্বিক স্থান হুমকিতে পড়েছে। দেশটির এক মন্ত্রী জানিয়েছেন, দমকল কর্মীদের আপ্রাণ লড়াইয়ের ফলে সেখানকার দাবানল কিছুটা নিয়ন্ত্রণে আনা গেছে।

গত কয়েকদিনের  দাবানলে বিপর্যয় নেমে এসেছে গ্রিসের বাসিন্দাদের। ৩০ বছরের মধ্যে ভয়াবহ দাবদাহ দেখছে গ্রিকরা। রাজধানী এথেন্সের আশপাশে ছড়িয়ে পড়া দাবানাল নিয়ন্ত্রণে লড়ছে জরুরি বিভাগের কর্মীরা।

আগুনের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে অলিম্পিকস খেলার সাথে জড়িত ঐতিহাসিক একটি স্থান। এ স্থান থেকে প্রাচীন গ্রিসে অলিম্পিকস এর মশাল যাত্রা শুরু হয়। গ্রিসে অনুষ্ঠিত আধুনিক অলিম্পিকস এর সময়ও স্থানটি পর্যটক প্রিয় হয়ে উঠেছিল।

এ নিয়ে বৃহস্পতিবার বেসামরিক সুরক্ষা মন্ত্রী মিশেলিস ক্রোসিওডিকিস বলেন, ‘আগুন নেভাতে বুধবার রাত রীতিমতো যুদ্ধ করে দমকলবাহিনী। পরিস্থিতি এখনও সামাল দেওয়া যায়নি। আমরা সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছি’।

এদিকে ঐতিহাসিক জায়গাটি আপাতাত রক্ষা করা গেছে বলে নিশ্চিত করেছেন গভর্নর। তবে বিপদ শেষ হয়ে যায়নি বলে সতর্ক করেন তিনি।

বিভিন্নস্থালে অব্যাহত দাবানল নিয়ন্ত্রণে হাজারো দমকল কর্মী, সেনা এবং বিমান বাহিনী নিয়ে কাজ করে যাচ্ছেন। ২৪ ঘণ্টায় নতুন করে শতাধিক জায়গায় দাবানল সৃষ্টি হয়েছে।

এথেন্সের পাশাপাশি গ্রিক দ্বীপ ইভিয়াও দাবানলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটি জুড়ে একশ'র বেশি দাবানল মোকাবিলায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যখন দাবানলের গতি তুলনামুলক কম ছিল তখন গ্রিসের সরকারের মন্থর প্রতিক্রিয়াকে পরিস্থিতির অবনতির জন্য দায়ী করছে বিরোধী দলগুলো।