রোম বিমানবন্দরে মাফিয়া ‘গডমাদার’ গ্রেফতার

ইতালির নেপলস অপরাধী চক্রের মাফিয়া ‘গডমাদার’ মারিয়া লিচ্চিয়ার্ডিকে গ্রেফতার করা হয়েছে। ইতালি কর্তৃপক্ষ জানায়, স্পেনগামী একটি ফ্লাইটে ওঠার আগে তাকে গ্রেফতার করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী লুসিয়ানা ল্যামোরগিজি নেপলস প্রসিকিউটরের নির্দেশে মারিয়াকে গ্রেফতারের জন্য ক্যারাবিনিয়ারি কর্মকর্তাদের প্রশংসা করেছেন।

আধাসামরিক বাহিনী ক্যারাবিনিয়েরির বিশেষ অভিযান ইউনিটের পুলিশ সদস্যরা মারিয়াকে গ্রেফতার করেছে। বাহিনীর পক্ষ থেকে গ্রেফতারের বিস্তারিত জানানো হয়নি। তবে ক্যারাবিনিয়েরি প্রেস কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, রোমের চিয়াম্পিনো বিমানবন্দরে স্পেনগামী ফ্লাইটের লাগেজ চেক করার সময় ৭০ বছর বয়সী এই নারীকে গ্রেফতার করা হয়।

তদন্তকারীদের অভিযোগ, মারিয়া লিচ্চিয়ার্ডি ক্যামোরা অপরাধী সিন্ডিকেটের হয়ে একটি চাঁদাবাজি চক্র পরিচালনা করতেন।

নেপলস প্রসিকিউটর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, যখন পুলিশ কর্মকর্তারা তার পথরোধ করেন তখন তিনি একবারও চোখের পাতা ফেলেননি।

২০০১ সালে তাকে প্রথম গ্রেফতার করা হয়েছিল। ওই সময় নেপলসে তিনি একটি গাড়ি চালাচ্ছিলেন। গাড়ি থামিয়ে তাকে গ্রেফতার করা হয়। ২০০৯ সালে কারাভোগের পর তাকে মুক্তি দেওয়া হয়। ইতালির শীর্ষ ৩০ জন পলাতক আসামির তালিকায় তিনি ছিলেন।

অপরাধ জগতে পিচ্চিরেলা (ছোট) নামে পরিচিত এই নারী নেপলসের দুটি অপরাধ চক্রের রক্তাক্ত সংঘাতে জয়ীদের একজন ছিলেন। ওই সংঘাতে গত শতাব্দীতে প্রতিদিন নেপলসে খুনোখুনি হতো।

২০০৯ সালে নেপলস প্রসিকিউটর এক সাক্ষাৎকারে মারিয়াকে ক্যামোরা সিন্ডিকেটের সত্যিকার গডমাদার হিসেবে উল্লেখ করেছিলেন। তার ভাই একটি চক্রের প্রধান এবং অপরাধী পরিবারের সিদ্ধান্ত নিতেন মারিয়া।