ইতালির দাবানলের অর্ধেকেরও বেশি মানবসৃষ্ট

২০২১ সালে প্রায় ৮০০ দাবানলের শিকার হয়েছে ইতালি। এ সংখ্যা অন্যান্য বছরের চেয়ে ঢের বেশি এবং এতে কয়েক মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এই দাবানলের অর্ধেকেরও বেশি ঘটেছে অগ্নিসংযোগকারী ও কৃষকদের মাধ্যমে। 

ইতালির দক্ষিণাঞ্চলে নেপলস থেকে ৪৮ কিলোমিটার দূরে মন্টেসার্শিও শহরের কাছে গত বৃহস্পতিবার ৫০ বছরের একজন মেষপালক যখন ঝোপঝাড়ে আগুন ধরাচ্ছিলেন, তখন তা নজরদারি ক্যামেরায় ধরা পড়ায় তাকে গ্রেফতার করা হয়। ওই স্থানটির কাছাকাছি এলাকায় গত বছর একটি দাবানল হয়েছিল।

স্থানীয় কর্মকর্তারা বলছেন, ওই কৃষক সম্ভবত তার চারণভূমি সম্প্রসারণের জন্য বেআইনিভাবে সেখানে আগুন ধরিয়েছিলেন। নজরদারি কর্মকর্তাদের এগিয়ে যেতে দেখে সে তার লাইটারটি সরিয়ে ফেলার চেষ্টা করে।

গত সপ্তাহে পরিবেশগত রূপান্তর বিষয়ক মন্ত্রী রবার্তো সিঙ্গোলানি পার্লামেন্টে বলেছিলেন, ইতালির সাম্প্রতিক দাবানলগুলোর ৫৭ দশমিক ৪ শতাংশ অগ্নিসংযোগের কারণে এবং ১৩ দশমিক ৭ শতাংশ মানুষের অনিচ্ছাকৃত কাজের কারণে ঘটেছে। সূত্র: ভিওএ।