ইউরোপের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়তে পারে ইতালি

ইউরোপের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়তে পারে ইতালির সিসিলি দ্বীপ। বুধবার সেখানে ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আঞ্চলিক কর্তৃপক্ষ। তবে রেকর্ড গড়তে হলে তা বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) অনুমোদন পেতে হবে। সংস্থাটির তথ্য অনুযায়ী বর্তমানে ইউরোপের সর্বোচ্চ তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় ১৯৭৭ সালে গ্রিসের এথেন্স শহরে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ইতালির বর্তমান তাপপ্রবাহের কারণ আফ্রিকার দিক থেকে আসা লুসিফার নামের একটি অ্যান্টিসাইক্লোন। পূর্বাভাসে বলা হয়েছে লুসিফার উত্তর দিকে প্রবাহিত হয়ে ইতালির মূল ভূখণ্ডের দিকে আগাতে পারে। এর প্রভাবে রাজধানী রোমসহ বিভিন্ন শহরের তাপমাত্রা বাড়তে পারে।

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় বেশ কয়েকটি এলাকায় চরম তাপমাত্রার রেড এলার্ট জারি করেছে। এছাড়া বেশ কয়েকটি শহরের তাপমাত্রা শুক্রবার নাগাদ আট থেকে ১৫ ডিগ্রি বাড়তে পারে বলে পূর্বাভাস পাওয়ার পর সর্বোচ্চ স্বাস্থ্য ঝুঁকি ঘোষণা করা হয়েছে।

ভূমধ্যসাগরীয় তাপপ্রবাহের কারণে বেশ কয়েকটি দেশে গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। সবচেয়ে বেশি কবলিত এলাকা দক্ষিণাঞ্চলীয় ইতালির সিসিলি, ক্যালাব্রিয়া ও পুগলিয়াতে ছড়িয়ে পড়েছে দাবানল। এছাড়া গ্রিসেও চলছে দাবালন। জোরালো বাতাস আর সবুজ গাছপালা সেখানকার পরিস্থিতিকে মারাত্মক করে তুলেছে।