তুর্কি ড্রোনের সফলতা স্বীকার করতে শুরু করেছে দুনিয়া: এরদোয়ান

তুরস্কের নতুন চালকহীন সাঁজোয়া আকাশ যান আকিনচি। বিশ্বের মাত্র তিনটি দেশের কাছে এই ধরনের উন্নত ড্রোন রয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান। তিনি বলেছেন, ‘সন্ত্রাস মোকাবিলা এবং সিরিয়া থেকে কারাবাখ পর্যন্ত সংঘাত কবলিত এলাকায় নতুন এই ড্রোনের সফলতা স্বীকার করে নিতে শুরু করেছে দুনিয়া।’

তুরস্কের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান।

তুর্কি প্রেসিডেন্ট জানান তার দেশ প্রতিরক্ষা শিল্পের বহু পণ্য উদ্ভাবনকারী দেশে পরিণত হয়েছে। ট্যাংক থেকে কামান, ক্ষেপণাস্ত্র থেকে রাডার, বোমা থেকে রাইফেল তুরস্ক উৎপাদন করছে জানিয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান বলেন, আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে আমাদের প্রকল্পগুলো শেষ হলে আশা করি... দেশের স্থিতিশীলতা ও বিশ্বাসের পরিবেশ বজায় রেখে, আমরা এই ক্ষেত্রের শীর্ষ দেশে পরিণত হবো।’

গত ৮ জুলাই তুরস্কের তৈরি ড্রোন বাইরাক্তার আকিনচি ৩৮ হাজার ৩৯ ফুট উঁচুতে উঠে রেকর্ড গড়ে। প্রায় ২৫ ঘণ্টা ৪৬ মিনিট উড়তে সক্ষম ড্রোনটি। এই ড্রোনটি এখন পর্যন্ত ৮৭৪টি পরীক্ষামূলক এবং প্রশিক্ষণ ফ্লাইট সম্পন্ন করেছে। পূর্ণ সফলতার সঙ্গে লক্ষ্যবস্তুতে আঘাত হানার পাশাপাশি এটি ক্ষেপণাস্ত্র বহনেও সক্ষম।