ভোট কেন্দ্রে ভুল করে বসলেন লাশেট!

জাতীয় নির্বাচনে ভোট দিতে গিয়ে ভুলভাবে ব্যালট ভাঁজ করলেন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ)'র চ্যান্সেলর পদপ্রার্থী আরমিন লাশেট। লাশেট ভুলভাবে ব্যালট ভাঁজ করায় তা আর গোপন থাকেনি, তিনি কাকে ভোট দিয়েছেন। বিষয়টি ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

রিটার্নিং অফিসার জানিয়েছে, ভুল করে ব্যালট উল্টো দিকে ভাঁজ করা হয়েছিল। তাকে নতুন একটা ব্যালট পেপার দেওয়া উচিত ছিল। কিন্তু ব্যালট একবার বাক্সে ফেলে দিলে আর কিছু করার নেই। তার ভোট বৈধ।

এদিকে লাশেটের নেতৃত্বাধীন সিডিইউ শলৎসের এসপিডি-র থেকে পিছিয়ে পড়েছে। ভোট ব্যবধানে এগিয়ে থাকায় জার্মানির জাতীয় নির্বাচনে নিজ দলকে বিজয়ী দাবি করেছেন বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)র প্রার্থী ওলাফ শলৎস। 

যদিও ম্যার্কেলের ইউনিয়ন শিবিরের নেতা আরমিন লাশেট এখনও পরাজয় মেনে না নেওয়ায় সরকার গঠনের প্রক্রিয়া জটিল হতে পারে। সমর্থনে বিশাল ঘাটতি সত্ত্বেও অ্যাঙ্গেলার সম্ভাব্য উত্তরসূরি আরমিন লাশেট এখনই সরকার গড়ার আশা ছাড়ছেন না। লাশেট মনে করেন, বেশি ভোট পেয়ে এগিয়ে থাকলেই জয়ী হওয়া যাবে না। পুরো বিষয়টা এখন অংকের হিসাব।