জাদুঘরের অর্থ পকেটস্থ করে সেটিকে শিল্পকর্ম বলছেন শিল্পী

শিল্প কী? ডেনমার্কের এক শিল্পীর মতে, জাদুঘরের কাছ থেকে কমিশন হিসেবে ৮৪ হাজার ডলার পকেটস্থ করা।

ডেনমার্কের আলবর্গ এলাকার কুনস্টেন মিউজিয়াম অব আর্ট জেন্স হ্যানিং নামের শিল্পীকে অগ্রিম বাবদ এই অর্থ দিয়েছিল। চুক্তি ছিল দুটি পুরনো ভাস্কর্য নতুনভাবে তৈরি করা। হ্যানিং কোনও কাজ না করেই অর্থ নিজের কাছে রেখে দেন এবং দাবি করেন এটি ‘কনসেপচুয়াল আর্ট’।

হ্যানিং তার এই শিল্পকর্মের নাম দিয়েছেন, ‘টেক দ্য মানি অ্যান্ড রান’ (টাকা নিয়ে পালাও)। আর এই শিল্পকর্ম দুটি দুটি সাদা বোর্ডের ফ্রেম, যার ভেতরে কিছু নেই।

লিখিত চুক্তি অনুসারে, হ্যানিংয়ের কাজ ছিল দুটি ব্যাংক নোটের প্রতিলিপি তৈরি করা। আসলগুলোও তিনি ২০০৭ ও ২০১০ সালে তৈরি করেছিলেন। মূল শিল্পকর্মে নোট দুটি বার্ষিক আয়ের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছিল।

হ্যানিং গত সপ্তাহে একটি রেডিওকে জানান, কাজটাই হলো আমি তাদের অর্থ নিয়েছি। এটি চুরি নয়, এটি চুক্তি লঙ্ঘন এবং চুক্তি লঙ্ঘন কাজের একটি অংশ।

জাদুঘরটি অবশ্য তার এই খালি ফ্রেমের শিল্পকর্ম ‘ওয়ার্ক ইট আউট’ শিরোনামের চলমান প্রদর্শনীতে রেখেছে। সূত্র: ইউএসএ টুডে