সিরিয়া, প্রতিরক্ষা ইস্যুতে পুতিন ও এরদোয়ান বৈঠক

সিরিয়া ও প্রতিরক্ষা ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বৈঠক করেছেন। বুধবার দুই নেতার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আঙ্কারার কাছে মস্কোর আরও সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির সম্ভাবনাও উঠে আসে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাশিয়ার সোচিতে ব্ল্যাক সি রিসোর্টে এই আলোচনা শুরু হয়। এর মধ্য দিয়ে রুশ প্রেসিডেন্ট আইসোলেশন শেষ করলেন।

বৈঠকের আগে তুর্কি কর্মকর্তারা বলেছিলেন, পুতিনকে এক বছর আগে স্বাক্ষরিত সিরিয়ায় যুদ্ধবিরতি চুক্তিতে ফিরতে চাপ দেবেন এরদোয়ান। যাতে সিরিয়ার ইদলিবে রুশ ও সিরীয় বাহিনী তুর্কি সমর্থিত যোদ্ধাদের ওপর হামলা না চালায়।

পুতিন এ বিষয়ে শুধু বলেছেন, দুই দেশ ন্যায্যভাবে সফলতার সঙ্গে যেসব ক্ষেত্রে সহযোগিতা করেছে, এটি সেগুলোর একটি।

তিনি আরও বলেন, তুরস্কের সঙ্গে সমঝোতা অনেক সময় কঠিন হয়। কিন্তু দুই দেশই শিখে গেছে কীভাবে দ্বিপক্ষীয় স্বার্থ লালন করা সম্ভব।