পোল্যান্ড-বেলারুশ সীমান্তে মানবিক সংকট চরমে: জার্মানি

পোল্যান্ড-বেলারুশ সীমান্তে ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়ে সতর্ক করেছে জার্মানি। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে প্রবেশের জন্য দেশ দুটির সীমান্তে ভিড় করছেন অনেক শরণার্থী। এ অবস্থায় সেখানে মানবিক সংকট চরমে পৌঁছেছে জানিয়ে শুক্রবার উদ্বেগ প্রকাশ করেছে বার্লিন।

রাজধানী বার্লিনে সাংবাদিকদের সামনে সরকারের মুখপাত্র স্টেফেন সেবার্ট বলেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে পদক্ষেপ নিতে হবে। সীমান্তের সুরক্ষার পাশপাশি মানবতা এবং আইনকে সম্মান করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

'সীমান্তে অবস্থান করা শরণার্থীদের দ্রুত সহায়তার প্রয়োজন। বিশেষ করে তাপমাত্রা কমে আসায় তাদের কাপড়, খাবার, প্রয়োজনীয় ওষুধ জরুরিভিত্তিতে দরকার'।

এদিকে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কর্তৃপক্ষও সতর্ক করেছেন। রাতে তুষারপাত এবং শীত চলে আসায় বেলারুশ ও পোল্যান্ড সীমান্তে অভিবাসীদের সংকট মারাত্মক আকার ধারণ করেছে। গত কয়েক সপ্তাহে সীমান্তে বেশ কয়েকজন শরণার্থীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।