৮ বছর পর দেশে ফিরেই আটক জর্জিয়ার সাবেক প্রেসিডেন্ট

ইউক্রেনে নির্বাসন থেকে দেশে ফিরেই আটক হয়েছেন জর্জিয়ার সাবেক প্রেসিডেন্ট মিখাইল শাকাশভিলি। শুক্রবার সন্ধ্যায় তাকে রুস্তাভির একটি কারাগারে নিয়ে যায় নিরাপত্তা বাহিনী। দেশটির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘ আট বছর পর দেশে ফিরলেন তিনি।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে জর্জিয়ার প্রধানমন্ত্রী বলেন, 'আমি জনগণকে জানাতে চাই যে জর্জিয়ার তৃতীয় সাবেক প্রেসিডেন্ট মিখাইলকে আটক করা হয়েছে'।

আট বছর ইউক্রেনে নির্বাসনে ছিলেন শাকাশভিলি। দেশে ফিরে ফেসবুকে একটি পোস্ট দেন তিনি। এর ১৮ ঘণ্টা পরই তাকে আটকের ঘোষণা দেয় সরকার। 

শনিবারের নির্বাচনকে জর্জিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি করে ফেসবুকে একটি পোস্ট দেন আটক হওয়া সাবেক প্রেসিডেন্ট শাকাশভিলি। রবিবার তিনি রাজধানী তিবলিসি’তে একটি র‌্যালির ডাক দেন। এতে নিজেও অংশ নেবেন বলেও প্রতিশ্রুতি দেন। এমন সময় তার দেশে ফেরাকে গুরুত্বপূর্ণ মনে করছেন দেশটির অনেক রাজনৈতিক বিশ্লেষকরা।

২০১৮ সালে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত হন মিখাইল। তাকে শাস্তি হিসেবে ৬ বছরের জেল দেওয়া হয়। তবে মিখাইল শাকাশভিলি অপরাধের কথা অস্বীকার করেন। তিনি বলেন,রাজনৈতিক উদ্দেশে তার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।