‘শান্তি প্রতিষ্ঠার জন্য ন্যাটো তৈরি হয়নি’

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো শান্তি প্রতিষ্ঠার জন্য তৈরি করা হয়নি। শুক্রবার এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

তিনি বলেন, ন্যাটো জোট তার দেশের বিরুদ্ধে সম্প্রতি নতুন যে কৌশল নিয়েছে তাতে এ কথা প্রমাণিত হয় যে, এই জোটের সঙ্গে সম্পর্ক ছেদ করার বিষয়ে মস্কোর সিদ্ধান্তই সঠিক ছিল।

মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দিমিত্রি পেসকভ বলেন, ‘ন্যাটো জোটের ব্যাপারে রাশিয়ার কখনো বিশেষ কোনও মোহ ছিল না। আমরা এই জোটের ধরন সম্পর্কে জানি। এটি কখনও শান্তি প্রতিষ্ঠার জন্য তৈরি হয় নি। এটি তৈরি করা হয়েছে শুধু যুদ্ধবিগ্রহের জন্য।’

চলতি সপ্তাহে ন্যাটো জোট নতুন কৌশল ঠিক করে যে, তারা রাশিয়ার হামলার বিরুদ্ধে বহুমুখী ফ্রন্টে লড়াই করবে। এর মধ্যেই শুক্রবার জোটটি নিয়ে এমন মন্তব্য করেন দিমিত্রি পেসকভ।

গত সপ্তাহে রাশিয়ায় অবস্থিত ন্যাটো জোটের কয়েকটি কূটনৈতিক মিশন বন্ধ করে দিয়েছে মস্কো। তার আগে কয়েকজন রুশ কূটনীতিককে গুপ্তচরবৃত্তির দায়ে বহিষ্কার করে যুক্তরাষ্ট্র। তবে গুপ্তচরবৃত্তির অভিযোগকে ভিত্তিহীন বলে নাকচ করেছে রাশিয়া। সূত্র: পার্স টুডে।