ইউক্রেনে তুরস্কের ড্রোন সরবরাহে উদ্বেগ রাশিয়ার

ইউক্রেনে তুরস্কের সামরিক ড্রোন সরবরাহের ঘটনায় উদ্বেগ জানিয়েছে রাশিয়া। বুধবার রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিজ দেশের এই উদ্বেগের কথা জানান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেন দিমিত্রি পেসকভ। তিনি বলেন, তুরস্কের সঙ্গে রাশিয়ার বাস্তবিকই বিশেষ ও ভালো সম্পর্ক রয়েছে। কিন্তু আঙ্কারা কর্তৃক ইউক্রেনের সামরিক বাহিনীকে এই ধরনের সামরিক সরঞ্জাম সরবরাহের ফলে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে। এ বিষয়ে মস্কোর উদ্বেগ রয়েছে।

এদিকে ২৭ অক্টোবর ডোনবাস এলাকায় রুশ চরমপন্থীদের বিরুদ্ধে অভিযানে তুরস্কের তৈরি এই ড্রোন ব্যবহার করে কিয়েভ। এদিন ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষ থেকে বায়রাকতার টিবি-২ নামের অত্যাধুনিক এই ড্রোন ব্যবহারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। একই দিন ইউক্রেনে তুরস্কের এই ড্রোন সরবরাহ নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানায় রাশিয়া।