সাগর থেকে ৪০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করলো গ্রিস

ক্রিট দ্বীপের কাছে সমুদ্র থেকে ৪০০ অভিবাসনপ্রত্যাশী বোঝাই একটি কার্গো জাহাজকে উদ্ধার করেছে গ্রিস। শুক্রবার জরুরি সংকেত পাওয়ার জাহাজটি উদ্ধার করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধৃত করে গ্রিক কোস্ট গার্ড জানায়, তুর্কি পতাকাবাহী জাহাজটি তুরস্ক থেকে যাত্রা শুরু করেছে।

এটিকে পূর্ব ভূমধ্যসাগরে গ্রিসের বড় উদ্ধার অভিযানের একটি বলে অভিহিত করেছে কোস্ট গার্ড।

কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটিকে তীরে ভেড়ানো হয়েছে। তাৎক্ষণিকভাবে অভিবাসনপ্রত্যাশীদের জাতীয়তা জানা যায়নি।

তুরস্ক থেকে ইউরোপীয় ইউনিয়নে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের প্রবেশের অন্যতম রুট হলো গ্রিস। কিন্তু ২০১৬ সালে তুরস্কের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তির পর এই সংখ্যা অনেক কমে যায়। চুক্তির শর্ত হিসেবে অভিবাসীদের গ্রিসে পৌঁছানো ঠেকাতে সম্মত হয়েছিল আঙ্কারা।

২০১৫ সালে প্রায় দশ লাখ মানুষ ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করে। বেশির ভাগ সিরীয় নাগরিক এবং তুরস্কের কাছাকাছি গ্রিক দ্বীপ হয়ে তারা প্রবেশ করে। আগস্টে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পর পুনরায় নতুন শরণার্থী সংকটের আশঙ্কা করছে ইউরোপীয় দেশগুলো।

মঙ্গলবার তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে একটি নৌকাডুবিতে চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন ছিল শিশু।