বেলারুশ-পোল্যান্ড সীমান্তে বাড়ছে উত্তেজনা, অতিরিক্ত সেনা

বেলারুশ-পোল্যান্ড সীমান্তে এখনও অবস্থান করছেন শত শত শরণার্থী। তাদের ঢল ঠেকাতে বাধ্য হয়ে সীমান্তে অতিরিক্ত ৩ হাজার সেনা মোতায়েন করেছে পোলিশ সরকার। কাঁটা তারের বেষ্টনী পেরিয়ে পোল্যান্ডে প্রবেশের চেষ্টা করলে অনেককে আটক করে নিরাপত্তা বাহিনী।

শরণার্থীদের পরিকল্পিভাবেই পোল্যান্ডের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেন পোলিশ প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্লাসজ্যাক। বুধবার ‘পিআরওয়ান’ টেলিভিশনে সাক্ষাৎকারে তিনি বলেন, এটি শান্ত রাত নয়, কারণ ইতোমধ্যে অনেকে অবৈধভাবে সীমান্ত হয়ে পোল্যান্ডে ঢুকে পড়েছে’।

তিনি আরও জানান, সীমান্তের নিরাপত্তা বাহিনীদের ফাঁকি দিয়ে যারা প্রবেশ করে তাদের আটক করেছে পোল্যান্ডের আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে ১২ থেকে ১৫ হাজার সেনা মোতায়েন রয়েছে।

আল জাজিরার তথ্যমতে, বেলারুশ-পোল্যান্ড সীমান্তের বিভিন্ন জায়গায় শতাধিক তাঁবু বসিয়ে অবস্থান নিয়েছে শরণার্থী ও বাস্তুচ্যুতরা।

এমন সংকটে বেলারুশকেই দুষছে ইউরোপীয় ইউনিয়ন- ইইউ। মঙ্গলবার সংস্থাটি অভিযোগ করে, বেলারুশের লুকাশেঙ্কোর সরকার শরণার্থীদের নিয়ে ‘গ্যাংস্টার-স্টাইল কৌশল ব্যবহার করছে। প্রতিকূল পরিবেশের কারণে অন্তত ৭ জন মারা গেছেন। তবে এমন পরিস্থিতির জন্য নিজেদের দায়ী করছে না বেলারুশ। শরণার্থীর সংকেটর জন্য ইউরোপের ক্ষমতাধর নেতা এবং যুক্তরাষ্ট্রকে দায়ী করছে দেশটি।