বেলারুশের ওপর ফের নিষেধাজ্ঞার প্রস্তুতি ইইউ’র

ইউরোপে ঢুকতে প্রচণ্ড শীতের মধ্যেই পোল্যান্ড-বেলারুশ সীমান্তে অবস্থান করছেন শত শত শরণার্থী। এসব শরণার্থীদের নিজেদের সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে পোল্যান্ড। এদিকে সংকটের জন্য শুরু থেকেই বেলারুশ সরকারকে দায়ী করে আসছে ইইউ। এবার দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুত নিচ্ছে সংস্থাটি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের প্রতিবেদনে জানিয়েছে, দিনদিন পোল্যান্ড-বেলারুশ সীমান্তের মানবিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। সীমান্তে খাদ্য ও আশ্রয়ের অভাবে অনেকেই অসুস্থ। এই সংকটে করণীয় নিয়ে সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়ন। বৈঠক থেকে বেলারুশের ওপর নিষেধাজ্ঞা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শরণার্থীদের ইউরোপে প্রবেশ ঠেকাতে সীমান্তে সেনাদের অবস্থান

এর মধ্যে অভিবাসী, উদ্বাস্তুদের বেলারুশে পরিবহনের সঙ্গে জড়িত বিমান সংস্থা ও ট্রাভেল এজেন্টদেরও লক্ষ্যবস্তু করা হতে পারে। যদিও এখনও ইইউ’র পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয়নি। সীমান্তে অবস্থান নেওয়া মধ্যপ্রাচ্যের শরণার্থীরা পোল্যান্ড হয়ে ইউরোপে যে প্রবেশের চেষ্টা চালাচ্ছে এর জন্য বেলারুশকেই দায়ী করছে ইইউ। কারণ হিসেবে বলছে, পূর্বে বিভিন্ন কারণে বেলারুশকে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এর প্রতিশোধ নিতেই সীমান্তে শরণার্থী সংকট তৈরি করেছে আলেক্সেন্ডার লুকাশেঙ্কোর সরকার। যদিও তা অস্বীকার করছে মিনস্ক।