তাইওয়ান ইস্যুতে লিথুয়ানিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অবনমন চীনের

ইউরোপের দেশ লিথুয়ানিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অবনমন করেছে চীন। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে তাইওয়ানের ডি ফ্যাক্টো দূতাবাস খোলার অনুমতি দেওয়ার কারণে এই পদক্ষেপ নিয়েছে বেইজিং।

রবিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, লিথুয়ানিয়া এক চীন নীতি উপেক্ষা করেছে, যা আন্তর্জাতিক মৌলিক প্রথার সঙ্গে সাংঘর্ষিক।

স্বশাসিত তাইওয়ানকে চীন নিজের ভূখণ্ড বলে মনে করে। ফলে স্বাধীন দেশ হিসেবে তাইওয়ানের সঙ্গে কোনও রাষ্ট্রের সম্পর্ককে মেনে নিতে প্রস্তুত নয় বেইজিং।

লিথুয়ানিয়ার সঙ্গে সম্পর্ক কমানোর আগে বেইজিংয়ে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকেও বহিষ্কার করা হয়েছে। তাইওয়ানের সঙ্গে লিথুয়ানিয়ার ক্রমবর্ধমান সম্পর্কের প্রতিবাদে ওই পদক্ষেপ নেয় বেইজিং।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, তাইওয়ানে দূতাবাস খোলার অনুমতি দিয়ে লিথুয়ানিয়া মূলত চীনের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা দুর্বল করার উদ্যোগ নিয়েছে। একইসঙ্গে লিথুয়ানিয়া মারাত্মকভাবে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে যা আন্তর্জাতিক অঙ্গনে খারাপ নজির তৈরি করেছে। সূত্র: পার্স টুডে।