ইউক্রেন ইস্যুতে উত্তেজনার মধ্যেই বাইডেন-পুতিন বৈঠক শুরু

ইউক্রেন ইস্যুতে উত্তেজনার মধ্যেই মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার ভার্চুয়াল বৈঠক শুরু হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের ওপর হামলা চালাতে পারে রাশিয়া। পশ্চিমা দেশগুলোর এমন আশঙ্কার মধ্যেই আলোনায় বসেছেন দুই নেতা।

ভিডিও কনফারেন্স শুরু হওয়ার আগে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বাইডেন পুতিনকে বলবেন, ইউক্রেনে হামলা চালালে রাশিয়া ও দেশটির ব্যাংকগুলো বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে।

ভার্চুয়াল এই বৈঠক শুরুর আগে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন জানিয়েছে, তারা কোনও যুগান্তকারী অগ্রগতির আশা করছে না। আর সীমান্তে মস্কোর সামরিক উপস্থিতি আত্মরক্ষামূলক।

গত জুলাইয়ের পর পুতিনের সঙ্গে প্রথম সরাসরি আলোচনায় বসার আগে বাইডেন সোমবার যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্রদের সঙ্গে পরামর্শ করেছেন। এসব আলোচনায় তিনি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরিকল্পনা তুলে ধরে ইউক্রেনের অখণ্ডতা ও সার্বভৌমত্বের পক্ষে মিত্রদের দৃঢ় অবস্থান চেয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র জানিয়েছে, পুতিনের ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা আলোচনা করা হয়েছে, তবে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আর হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছেন, পুতিন ইউক্রেন দখলের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কিনা সেটি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।