বেলারুশের বিরোধীদলীয় নেতার ১৮ বছরের কারাদণ্ড

দাঙ্গা সৃষ্টিসহ বেশ কয়েকটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন বেলারুশের বিরোধীদলীয় নেতা সের্গেই টিখানভস্কি। মঙ্গলবার তাকে ১৮ বছরের কারাদণ্ড প্রদান করেছেন দেশটির আদালত। তার বিরুদ্ধে দাঙ্গা সংগঠিত করার অভিযোগ আনা হয়। এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম বিবিসি।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির শাসক আলেক্সেন্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা করেন সের্গেই টিভানভস্কি। তবে ভোটের কিছুদিন আগেই তাকে বন্দি করা হয়।

তার স্ত্রী স্বেতলানা টিখানভস্কায়া বিচারকারী আদালতের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেছেন। এ রায়ে লুকাশেঙ্কোর প্রতিশোধের প্রতিফলন ঘটেছে বলেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি।

বেলারুশের রাষ্ট্রীয় নিউজ এজেন্সি বেল্টা জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গোমেলার একটি আদালতে তার বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়।

টিখানভস্কির পাশাপাশি পাঁচ বিরোধী ব্যক্তিত্বকেও সাজা প্রদান করা হয়েছে। তাদের ১৪ থেকে ১৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে প্রবীণ রাজনীতিবিদ মিকোলা স্ট্যাটকেভিচও আছেন। তাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

গত কয়েক বছর ধরে বিরোধীদলীয় নেতাদের কর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে দেশটির সরকার। সরকারের বিরুদ্ধে কথা বললেই হয়রানির শিকার হচ্ছে। এমন ঘটনায় প্রতিবাদ জানিয়েছে আসছে পশ্চিমাদেশগুলো।