সন্তানের বদলে প্রাণী পোষা দম্পতিরা ‘স্বার্থপর’: পোপ

সন্তানহীন কুকুর ও বিড়ালের মালিকদের সমালোচনা করেছেন পোপ ফ্রান্সিস। তিনি বলেছেন, সন্তান না নিয়ে পোষা প্রাণী পালন একটি নির্দিষ্ট স্বার্থপরতার নমুনা। ভ্যাটিকানে অভিভাবকত্ব নিয়ে আলোচনার সময় তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

পোপ বলেছেন, অনেক সময় সমাজে শিশুদের স্থান নিচ্ছে পোষা প্রাণী। আজ… আমরা স্বার্থপরতার একটি নমুনা দেখছি। আমরা দেখছি অনেক মানুষ সন্তান নিতে চায় না। অনেক সময় এক সন্তান নিচ্ছেন। কিন্তু তাদের কুকুর ও বিড়াল রয়েছে, যা শিশুর জায়গা নিচ্ছে। এটি হয়ত মানুষকে হাসায়। কিন্তু এটিই বাস্তবতা।

পোপের কথায়, এটি পিতৃত্ব ও মাতৃত্বকে অস্বীকার করা এবং আমাদের অবদমন ঘটায়, আমাদের কাছ থেকে মানবতা দূরে ঠেলে দেয়।

তিনি আরও বলেন, এর ফলে সভ্যতা গড়ে ওঠে মানবতা ছাড়া। কারণ আমরা পিতৃত্ব ও মাতৃত্বের ঐশ্বর্য হারিয়ে ফেলে এবং এতে ক্ষতিগ্রস্ত হয় দেশ।

অতীতে পোপ ফ্রান্সিসকে একটি কুকুরের সঙ্গে ছবি তুলতে দেখা গেছে। ২০১৪ সালে তিনি ভেড়ার একটি বাচ্চাকে ঘাড়ে উঠতে দিয়েছিলেন। এছাড়া তিনি বাঘ ও কালো চিতাবাঘের বাচ্চা লালন করেছেন। কিন্তু তার পূর্বসুরী বেনেডিক্ট ছিলেন বিড়ালপ্রেমী। ভ্যাটিকানে নিজের বাসভবনে কোনও পোপের কোনও পোষা প্রাণী নেই।

শারীরিক কারণে সন্তান নিতে না পেরে দত্তক নিতে দম্পতিদের পোপ বলেন, সন্তান থাকা সব সময় ঝুঁকির। কিন্তু সন্তান না থাকা আরও বেশি ঝুঁকির।