সাইবেরিয়ায় মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রায় পরিত্যক্ত শিশু উদ্ধার

সাইবেরিয়ায় মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রায় পরিত্যক্ত অবস্থায় এক সুস্থ নবজাতককে উদ্ধার করা হয়েছে। রাশিয়ার কর্মকর্তারা জানান, পাঁচ কিশোর এই শিশুটিকে দেখতে পায়। শুক্রবার নভোসিবির্স্ক এলাকায় সসনোভকা গ্রামের একটি প্রত্যন্ত সড়কে একটি ডিমের বাক্সতে শিশু ছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

কন্যাশিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যান এক কিশোরের অভিভাবক। সেখানে চিকিৎসকরা শিশুটিকে সুস্থ বলে ঘোষণা করেন। শিশু হত্যার চেষ্টার অভিযোগে মেয়েটির মায়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।

শিশুটি এখন ওই কিশোরের অভিভাবকদের কাছে রয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে দত্তক নিতে হলে কোনও আত্মীয়ের খোঁজ পাওয়া যায় কিনা সেজন্য কিছুদিন অপেক্ষা করতে হবে।

এক কিশোরের বাবা দিমিত্র লিতভিনভ জানান, অর্থোডক্স বড়দিনে ছেলের পাঁচ বন্ধু হাঁটতে বের হয়েছিল। যখন তারা বাক্সটি দেখতে পায় তখন প্রায় অন্ধকার। তারা ফোনের লাইট দিয়ে ভেতরে দেখে। যখন তারা দেখতে পায় কম্বল মোড়া একটি কন্যাশিশু বাক্সতে রাখা।  

চিকিৎসক শিশুটিকে সুস্থ বলে ঘোষণা দিয়েছেন

তিনি ও তার স্ত্রী আনা জানান, ছেলে রেনাত ঘটনাস্থল থেকে তাদের ফোন করে। এরপর তারা গাড়িতে করে শিশুটিকে শহরের হাসপাতালে নিয়ে যায়। তাদের ধারণা শিশুটি প্রায় তিনদিন এখানে ছিল। আশঙ্কা ছিল হয়ত তুষারপাতে শিশুর শরীর অসাড় হয়ে যেতে পারে এবং বাঁচবে না।

আঞ্চলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালে পৌঁছার পর একজন চিকিৎসক দ্রুত শিশুটিকে পরীক্ষা করেন এবং হাত ও পায়ে মৃদু ঘষে শরীর উষ্ণ করেন। শিশুটি সুস্থ আছে এবং পরে শিশুদের হাসপাতালে পাঠানো হয়েছে।

লিতভিনভের স্ত্রী জানান, যখন শিশুটি সুস্থ বলে চিকিৎসক ঘোষণা করেন তখন তিনিসহ অনেক কর্মী কান্নায় ভেঙে পড়েন।  তিন সন্তান থাকলেও তারা শিশুটিকে দত্তক নিতে চান। কিন্তু কোনও আত্মীয়ের খোঁজ পাওয়া যায় কিনা অপেক্ষা করতে হবে।