ইউক্রেনকে ট্যাংক বিধ্বংসী অস্ত্র দিচ্ছে যুক্তরাজ্য

রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে ট্যাংক বিধ্বংসী অস্ত্র দিতে শুরু করেছে যুক্তরাজ্য। সোমবার ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া ভাষণে এ নিয়ে কথা বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। তিনি বলেন, তার দেশ ইউক্রেনকে কিছু বিধ্বংসী সমরাস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদেনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বেন ওয়ালেস জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার প্রথম দফায় সমরাস্ত্র সরবরাহ করা হয়েছে। এছাড়া অল্প সংখ্যক ব্রিটিশ কর্মী দেশটিতে কিছু সময়ের জন্য প্রশিক্ষণ দেবে।

ঠিক কী কী সমরাস্ত্র কত পরিমাণে পাঠানো হচ্ছে সে ব্যাপারে অবশ্য কিছু জানাননি বেন ওয়ালেস। তবে তিনি বলেছেন, এগুলো কৌশলগত অস্ত্র নয় এবং রাশিয়ার জন্য কোনও হুমকি নয়। ইউক্রেন এগুলো তার আত্মরক্ষায় ব্যবহার করতে পারবে। রাশিয়ার ট্যাংক দেশটিতে ঢুকে পড়লে এগুলো প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে কাজ করবে।

এদিকে ইউক্রেনে হামলা চালালে রাশিয়াকে মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইউরোপের আরেক দেশ জার্মানি। সোমবার কিয়েভ সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, তার দেশ ইউক্রেনের সঙ্গে রাশিয়ার উত্তেজনা কূটনীতির মাধ্যমে সমাধানের পক্ষপাতী। তবে মস্কো যদি তার প্রতিবেশীকে (ইউক্রেন) আক্রমণ করে তাহলে এর জন্য তাদের দুর্ভোগ পোহাতে হবে।

অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, পূর্ব ইউক্রেনে একদল প্রশিক্ষিত বাহিনী তৈরি রেখেছে রাশিয়া। যাদের কাজ হবে ইউক্রেনে রুশভাষীদের ওপর একটি হামলার নাটক করা। এরপর ওই ‘হামলা’র অজুহাত দেখিয়েই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে পুতিনের বাহিনী।