রুশ জ্বালানির ওপর নির্ভরতা কমানোর আহ্বান ম্যাক্রোঁর

রুশ জ্বালানির ওপর নির্ভরতা কমাতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বুধবার ইউরোপীয় পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, পুতিন ইউক্রেন দখলের পরিকল্পনা করছেন; এমন উদ্বেগের বাস্তবতায় ব্রাসেলসের বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি ধীরে ধীরে কমিয়ে আনা প্রয়োজন।

তিনি বলেন, কূটনৈতিক মঞ্চে ইউরোপীয় ইউনিয়নকে আরও বেশি ওজনদার করতে চাইলে এটিকে ‘অরক্ষিত অবস্থান’ থেকে দূরে থাকতে হবে।

ইউরোপীয় কাউন্সিলের নিষ্ক্রিয়তার বিষয়ে আইনপ্রণেতাদের উদ্বেগের বিষয়ে ম্যাক্রোঁ বলেন, ইউরোপকে আমাদের সার্বভৌমত্বের ভিত্তি তৈরি করতে হবে, যার অর্থ রাশিয়ার কাছ থেকে আরও স্বাধীনতা।

রাশিয়ার সঙ্গে একটি নতুন নিরাপত্তা চুক্তির প্রস্তাব প্রণয়নে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানান ম্যাক্রোঁ। একইসঙ্গে তিনি ইউরোপের আওয়াজ জোরালো করার তাগিদ দেন।