ফ্রান্সে একদিনে রেকর্ড পাঁচ লক্ষাধিক শনাক্ত

ফ্রান্সে দৈনিক করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের রেকর্ড হয়েছে। দেশটিতে গত চব্বিশ ঘণ্টায় ৫ লাখ ১ হাজার ৬৩জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই প্রথমবার দেশটিতে দৈনিক শনাক্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়ালো। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

গুরুত্বপূর্ণ ইউরোপীয় দেশগুলোর মধ্যে সর্বাধিক দৈনিক সংক্রমিতের সংখ্যা এখন ফ্রান্সে। গত সপ্তাহে দেশটিতে গড়ে শনাক্তের সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার।

সরকারি তথ্য অনুসারে, ফ্রান্সজুড়ে ৩০ সহস্রাধিক করোনা রোগী হাসপাতালে ভর্তি আছেন। যা ২০২০ সালের নভেম্বরের পর সর্বোচ্চ। কিন্তু ইনটেনসিভ কেয়ারে রোগীর সংখ্যা ৩ হাজার ৭০০ জনের সামান্য বেশি। যা আগের সংক্রমণ চূড়ার চেয়ে অনেক কম।

তীব্র সংক্রমণশীল ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, আগের দাপুটে ভ্যারিয়েন্ট ডেল্টার চেয়ে ওমিক্রন কম বিপজ্জনক।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৬৪ জনের। এর ফলে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জনে।

সোমবার থেকে নতুন করোনাবিধি কার্যকর শুরু হওয়ার পর দৈনিক শনাক্তের নতুন রেকর্ড হলো ফ্রান্সে। পানশালা, রেস্তোরাঁয় প্রবেশ এবং রেল ও বিমানপথে ভ্রমণের জন্য টিকার সনদ বাধ্যতামূলক করা হয়েছে।