ন্যাটোর আরও সেনা গ্রহণে প্রস্তুত রোমানিয়া

ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনাদের উপস্থিতিতে উত্তেজনার মধ্যে রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস আইয়োহানিস বলেছেন, পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর অতিরিক্ত সেনাদের জায়গা দিতে প্রস্তুত তারা। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সঙ্গে আলোচনা চলছে তাদের সেনা উপস্থিতি বাড়ানোর জন্য। বুধবার তিনি এসব কথা বলেছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

রাশিয়া বারংবার ইউক্রেন দখল বা দেশটিতে হামলার পরিকল্পনার কথা অস্বীকার করে আসছে। কিন্তু যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো ও তাদের মিত্ররা আশঙ্কা করছে, ইউক্রেন সীমান্তে প্রায় ১ লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। অঞ্চলে একাধিক যুদ্ধ শুরু করতে পারে মস্কো।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন পরিস্থিতির কারণে সাড়ে আট হাজার সেনাকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং ন্যাটোর পূর্বাঞ্চলে মোতায়েনের নির্দেশের অপেক্ষায় থাকতে বলা হয়েছে। ফ্রান্সও জানিয়েছে, প্রয়োজনে তারা আরও সেনা পাঠাবে।

রোমানিয়ার প্রেসিডেন্ট বলেন, আমি টানা বলে আসছি যে মিত্র সেনাদের অতিরিক্ত উপস্থিতিকে স্বাগত জানাতে প্রস্তুত আমরা।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের ঘোষণার আমরা দুই মিত্র দেশের সঙ্গে যোগাযোগ করছি তাদের সামরিক উপস্থিতির সুনির্দিষ্ট পন্থা বের করার জন্য।

ইউক্রেনের সঙ্গে পোল্যান্ড, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও রোমানিয়ার সীমান্ত রয়েছে।

ইউক্রেন সম্পর্কিত আরও খবর পড়তে ক্লিক করুন: ইউক্রেন