ফরাসি রাষ্ট্রদূতকে দেশ ছাড়তে ৭২ ঘণ্টা সময় দিলো মালি

ফরাসি রাষ্ট্রদূতকে দেশ ছাড়তে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে মালি। সোমবার এই নির্দেশ দেওয়া হয়। সাবেক ঔপনিবেশ শক্তি ফ্রান্সের পক্ষ থেকে দেশটির অন্তবর্তীকালীন সরকার নিয়ে শত্রুতাপূর্ণ ও আপত্তিজনক মন্তব্যের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

শুক্রবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইয়েভস লে ড্রায়ান বলেছিলেন, মালির জান্তা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তিনি জান্তাকে অবৈধ বলে উল্লেখ করেন। এছাড়া ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি শনিবার বলেছেন, যদি চড়া মূল্য দিতে হয় তাহলে ফ্রান্সের সেনারা মালিতে অবস্থান করবে না।

এসব মন্তব্যে দুটি অভ্যুত্থান প্রত্যক্ষ করা মালির সঙ্গে ফ্রান্সের সম্পর্কে উত্তেজনা বাড়ে।

সোমবার মালি সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ফরাসি রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছিল এবং জাতীয় ভূখণ্ড ৭২ ঘণ্টার মধ্যে ছাড়ার সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হয়েছে।

এই বিষয়ে ফ্রান্সের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি।  

২০১৩ সাল থেকে মালিতে ফরাসি সেনারা অবস্থান করছে। ওই সময় রাজধানী অভিমুখে ইসলামি জঙ্গিরা অগ্রসর হলে সেনা পাঠিয়ে তা ঠেকায় ফ্রান্স।