ইউক্রেন ছাড়বে ব্রিটিশ সেনারা

রাশিয়া বিনা নোটিশে ইউক্রেনে হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন ব্রিটেনের সশস্ত্রবাহিনী মন্ত্রী জেমস হিয়াপ্পি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এই সপ্তাহেই ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দিতে যাওয়া ব্রিটিশ সেনারা দেশে ফিরে আসবে। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

জেমস হিয়াপ্পি জানান, ইউক্রেনীয় সেনাদের ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণ পাঠানো যুক্তরাজ্যের অল্প সংখ্যক সেনাকে ফিরিয়ে আনা হবে। অপারেশন অরবিটালে প্রায় ১০০ সেনাকে ইউক্রেন পাঠিয়েছিল ব্রিটেন।

ন্যাটোর সব মিত্র দেশের মতো যুক্তরাজ্যও জানিয়েছে, ইউক্রেনে হামলা চালালে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করবে না ব্রিটিশ সেনারা।

ইউক্রেন ন্যাটোর সদস্য নয়। তবে ২০০৮ সালে দেশটিকে জোটের সদস্য করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

জেমস হিয়াপ্পি বলেন, যদি ইউক্রেনে কোনও সংঘাত শুরু হয় তাহলে সেখানে কোনও ব্রিটিশ সেনা থাকবে না। এই সপ্তাহেই তারা দেশে ফিরে আসতে শুরু করবে।