রুশ হামলার শঙ্কা, ইউক্রেন ভ্রমণে আরব দেশগুলোর সতর্কতা

ইউক্রেন ভ্রমণে নাগরিকদের সতর্ক করছে আরব দেশগুলো। এর মধ্যে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, ইরাক এবং সৌদি আরবও রয়েছে। রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর আশঙ্কায় সতর্কবার্তা দিয়েছে দেশগুলো। এক প্রতিবেদনে এখবর জানিয়েছে আরব নিউজ।

দ্রুত ইউক্রেন ছাড়তে সৌদির নাগরিকদের কিয়েভ দূতাবাসে যোগাযোগ করতে বলেছে রিয়াদ। একইসঙ্গে নাগরিকদের আপাতত ইউক্রেন ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখতে বলা হয়েছে। সৌদির মতো শনিবার বিশ্বের অনেক দেশ নাগরিকদের ইউক্রেন ভ্রমণে সতর্কতা জারি করেছে।

বর্তমান সংকটে বাহরাইন তাদের নাগরিকদের ইউক্রেনে না যাওয়ার পরামর্শ দিয়েছে। ইউক্রেন অবস্থানরত নাগরিকদের নিজ নিজ দায়িত্বে অবলিম্বে দেশটি ছাড়ার নির্দেশও দিয়েছে বাহরাইন।

ইরাক, সংযুক্ত আরব আমিরাত,জর্ডান ও কুয়েতও নাগরিকদের একই নির্দেশনা দিয়েছে।