কিয়েভে ঢুকছে ইউক্রেনের সামরিক যান

রুশ বাহিনীর হাত থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভকে রক্ষায় সেখানে প্রবেশ করছে ইউক্রেনের সামরিক যান। শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই ঘোষণার আগে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, শহরটি প্রতিরক্ষামূলক ধাপে প্রবেশ করেছে।

তিনি বলেন, কিছু এলাকায় গুলি ও বিস্ফোরণের শব্দ হচ্ছে। নাশকতাকারীরা ইতোমধ্যে কিয়েভে প্রবেশ করেছে। শত্রুরা আমাদের ধ্বংস করতে চায়।

এদিকে চলমান সংঘাতে এখন পর্যন্ত এক হাজারেরও বেশি রুশ সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেন। শুক্রবার এমন দাবি করে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আর কোনও সংঘাতের সূচনালগ্নে রাশিয়া এত বেশি হতাহতের শিকার হয়নি বলেও দাবি ইউক্রেনের।