রাশিয়ার ২ সংবাদমাধ্যম নিষিদ্ধ করবে ইউরোপ

রাশিয়ার দুই সংবাদমাধ্যম রাশিয়া টুডে এবং স্পুটনিক নিষিদ্ধ করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রবিবার ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এই তথ্য জানিয়েছেন।

উরসুলা ভন ডার লিয়েন বলেন ইইউ ‘ক্রেমলিনের মিডিয়া মেশিন’ নিষিদ্ধ করবে। তিনি বলেন, ‘রাষ্ট্রীয় মালিকানাধীন রাশিয়া টুডে ও স্পুটনিক এবং তাদের সহায়কগুলো, পুতিনের যুদ্ধের ন্যায্যতা দিতে এবং আমাদের ইউনিয়নের মধ্যে বিভক্তি দেখাতে আর মিথ্যা ছড়াতে পারবে না।’

ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা ইউরোপে বিষাক্ত এবং ক্ষতিকর ভুয়াতথ্য নিষিদ্ধ করার উপকরণ তৈরি করছি।’

২৭ দেশের জোট ইইউ রুশ এয়ারলাইন্সগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেবে। ভন ডার লিয়েন বলেন, ‘আমরা রাশিয়ানদের জন্য ইইউ এর আকাশসীমা বন্ধ করে দিচ্ছি। আমরা রাশিয়ার মালিকানাধীন, রাশিয়ায় নিবন্ধিত কিংবা রাশিয়ার নিয়ন্ত্রিত সব প্লেন নিষিদ্ধ করার প্রস্তাব করছি। এসব প্লেন আর অবতরণ, উড্ডয়ন কিংবা ইইউ এর ওপর দিয়ে উড়তে পারবে না।’

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার পারমাণবিক হামলা মোকাবিলার বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়ার পর এই পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।