ইউক্রেন-রাশিয়ার আলোচনার ভেন্যু প্রস্তুত: বেলারুশ

ইউক্রেন ও রাশিয়ার আলোচনার জন্য ভেন্যু প্রস্তুতি সমপন্ন করেছে বেলারুশ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, দুই দেশের প্রতিনিধিদের পূর্ব নির্ধারিত আলোচনার জন্য আয়োজন সম্পন্ন হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকের স্থানের একটি বড় টেবিলের ছবিও প্রকাশ করেছে। বলা হয়েছে, দুই দেশের প্রতিনিধি দলের আগমন প্রত্যাশিত।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আনাতোলি গ্লাজ বলেছেন, সব প্রতিনিধি নির্ধারিত স্থানে পৌঁছানোর পরপরই আলোচনা শুরু হবে।

ইউক্রেন-বেলারুশ সীমান্তের প্রিপিয়াত নদীর কাছে এই আলোচনা হতে যাচ্ছে বলে জানিয়েছে রাশিয়ার তাস নিউজ এজেন্সি। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ইভগিনি ইয়েনিন নিশ্চিত করেছেন, স্থানীয় সময় আজ সোমবার সকালেই ইউক্রেন রাশিয়ার প্রতিনিধিরা আলোচনায় অংশ নিতে যাচ্ছেন।

এর আগে রবিবার বিবৃতিতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, পূর্ব শর্ত ছাড়াই রুশ প্রতিনিধি দলের সঙ্গে ইউক্রেনীয় প্রতিনিধি দলের বৈঠকে আমরা সম্মত হয়েছি। 

সূত্র: বিবিসি, আল জাজিরা।