প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক ডাকলো ইউরোপীয় ইউনিয়ন

ইউক্রেন সংঘাত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সদস্য দেশের প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র এবং নিরাপত্তা নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল।

সোমবার এক টুইট বার্তায় জোসেফ বোরেল জানান, ইইউ প্রতিরক্ষামন্ত্রীদের এই বৈঠকের আলোচ্যসূচি হবে ‘জরুরি প্রয়োজন’ এবং ইউক্রেনীয়দের জন্য জোটের সহায়তার সমন্বয়।  

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশকে অবিলম্বে ইইউ সদস্য করে নেওয়ার আহ্বান জানান।

এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল বলেন, ‘ইইউ সম্প্রসারণে ভিন্ন মতামত এবং স্পর্শকাতরতা রয়েছে।’

সূত্র: বিবিসি