রুশ অভিযানে যোগ দেওয়ার পরিকল্পনা নেই: লুকাশেঙ্কো

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে যোগ দেওয়ার কোনও পরিকল্পনা বেলারুশের নেই বলে জানিয়েছেন প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। মঙ্গলবার প্রেসিডেন্টকে উদ্ধৃত বেলারুশের বার্তা সংস্থা বেলটা এই খবর জানিয়েছে।

কিয়েভ অভিযোগ তুলেছে রুশ বাহিনী বেলারুশের ভূমি ব্যবহার করে ইউক্রেনে হামলা চালাচ্ছে। তবে মঙ্গলবার কিয়েভের এই অভিযোগ অস্বীকার করেন প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো।

গত সোমবার বেলারুশ সীমান্তে যুদ্ধবিরতির লক্ষে আলোচনায় বসে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিরা। তবে কোনও সমঝোতা ছাড়াই শেষ হয়েছে ওই আলোচনা।

সাবেক সোভিয়েত ভুক্ত দেশ বেলারুশ রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র। প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী বলে অভিযোগ করে আসছে পশ্চিমা দেশগুলো।

সূত্র: রয়টার্স