ইউক্রেন সীমান্তে সেনার সংখ্যা দ্বিগুণ করবে বেলারুশ

দক্ষিণাঞ্চলীয় ইউক্রেন সীমান্তে নিজেদের সেনার সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে বেলারুশ। প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেছেন আগামী দুই দিনের মধ্যে সীমান্তে নিয়োজিত পাঁচটি ট্যাক্টিক্যাল ব্যাটেলিয়নের সংখ্যা দশে নিয়ে যাওয়া হবে।

নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেন, ‘এগুলো উচ্চ প্রশিক্ষিত ভ্রাম্যমাণ গ্রুপ, যারা যেকোনও উস্কানি এবং বেলারুশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থামাতে সক্ষম।’

লুকাশেঙ্কো দাবি করেন এই সেনা সরিয়ে নেওয়া একটি প্রতিরোধমূলক পদক্ষেপ। যা ইউক্রেনীয় উগ্রবাদীদের অনুপ্রবেশকারী এবং অস্ত্র দেশে প্রবেশ করা ঠেকাবে বলে মন্তব্য করেন বেলারুশ প্রেসিডেন্ট।

ইউক্রেন সংকটে রাশিয়াকে সমর্থন দেওয়ায় পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়েছে বেলারুশ। রুশ বাহিনীকে সমর্থন দেওয়ায় তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সূত্র: বিবিসি