যুদ্ধবিমান পেতে যাচ্ছে ইউক্রেন!

রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে যুদ্ধবিমান চেয়ে ইউরোপের দেশগুলোকে চাপ দিয়ে আসছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এ নিয়ে হোয়াইট হাউজের এক মুখপাত্র জানিয়েছেন, ইউক্রেনে যুদ্ধবিমান সরবরাহের সম্ভাবনা নিয়ে পোল্যান্ডের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র।

মুখপাত্র বলেন, ইউক্রেনের অনুরোধের বিষয়টি বিবেচনা নিয়ে যুক্তরাষ্ট্র ওয়ারসোর সঙ্গে আলোচনা চালাচ্ছে।

শনিবার দুই আইনপ্রণেতার সঙ্গে জুমে কথা হয় প্রেসিডেন্ট জেলেনস্কির। তিনি বলেন ‘পোল্যান্ড ইঙ্গিত দিয়েছে যে তারা মিগ ফাইটার জেট পাঠানোর জন্য প্রস্তুত। কিন্তু তারা শুধু যুক্তরাষ্ট্রের অনুমতির অপেক্ষায় আছে’।  

ইউক্রেন যুদ্ধে ন্যাটো নিজেদের সেনা না পাঠানোর ঘোষণা পর ক্ষোভ প্রকাশ করেন জেলেনস্কি। পরবর্তীতে দেশটিতে সামরিক সরঞ্জাম পাঠাতে পশ্চিমা নেতাদের কাছে আহ্বান জানান তিনি। এরই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানিসহ বিশ্বের অনেক দেশ ইউক্রেনে সামরিক রসদ পাঠাচ্ছে।

সূত্র: সিএনএন