বেলারুশ থেকে পশ্চিমাঞ্চলে হামলার আশঙ্কা ইউক্রেনের

প্রতিবেশী বেলারুশ থেকে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় ভলিন এলাকায় আক্রমণের তীব্র ঝুঁকির কথা জানিয়েছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়। তবে এই আক্রমণ রুশ বাহিনী নাকি বেলারুশের সেনাবাহিনীর কাছ থেকে আসতে পারে, তা স্পষ্ট করা হয়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

ইউক্রেনে রুশ আক্রমণ মূলত উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় এলাকায় চলমান রয়েছে। তবে গত সপ্তাহে পশ্চিমাঞ্চলীয় ইয়াভোরিভ সামরিক ঘাঁটিতে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

ইউক্রেনের রাশিয়ার আক্রমণে সহযোগিতার কথা প্রকাশ্যে স্বীকার করেনি বেলারুশ। দেশটির ভূখণ্ড রুশ সেনা, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমানের জন্য ব্যবহৃত হয়েছে। তবে নিজেদের সেনাদের যুদ্ধে মোতায়েন করেনি তারা।

মঙ্গলবার বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেছেন, ইউক্রেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তার দেশ।  

গত সপ্তাহে ইউক্রেনের সরকার রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন থেকে বেলারুশে বিমান হামলা সাজানোর অভিযোগ করেছে। তাদের দাবি, এর মাধ্যমে মস্কো মিত্র বেলারুশকে সংঘাতে যুক্ত করতে এই অজুহাত তৈরি করা হচ্ছে।

অবশ্য লুকাশেঙ্কো ইঙ্গিত দিয়েছেন, বেলারুশের ধৈর্য্যের সীমা অসীম নয়।