যুদ্ধ থামাতে চীনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান ইউক্রেনের

ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য চীনকে আরও লক্ষ্যণীয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কির জ্যেষ্ঠ সহকারী আন্দ্রি ইয়ারমাক। এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

আন্দ্রি ইয়ারমাক ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান। চলমান সংকট নিয়ে তিনি বলেন, ইউক্রেন এবং চীনের প্রেসিডেন্টের মধ্যে শিগগিরই সংলাপের প্রত্যাশা করেছিলাম।

লন্ডনে আয়োজিত ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, চীনের সঙ্গে আমরা সম্মানজনক আচরণ করি এবং দেশটি সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা করি।

যুদ্ধ বন্ধে সম্প্রতি রাশিয়া-ইউক্রেনকে আলোচনার মাধ্যমে সমাধানের উপায় বের করার আহ্বান জানিয়েছে বেইজিং। রুশ অভিযানে মস্কোর বিরুদ্ধে জাতিসংঘে ভোট প্রদানে বিরত ছিল চীন। এ নিয়ে পশ্চিমা দেশগুলোর সমালোচনার মুখে পড়ে দেশটি। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করলে বেইজিংকে পরিণতি ভোগ করতে হবে বলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে সতর্ক করে দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।